ইউনিয়নে বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন। তাদের মধ্যে ইন্তেকাল করেনঃ
১। শহীদ বুদ্ধিজীবী সুখরঞ্জন সমদ্দার
জন্ম :ইলুহার গ্রাম ,বরিশাল
স্থানীয় বাইশারী স্কুল থেকে ১৯৫২ সালে মেট্রিকুলেসন। বরিশাল বি ,এম কলেজ থেকে আই ,এ পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে সংস্কৃতে (অনার্স ) পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম,এ ডিগ্রী লাভ করেন।
১৯৫৮-১৯৫৯ সালে গোপালগঞ্জ কলেজ এ অধ্যাপনা শুরু করেন। ১৯৬০ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অনুষদের লেকচারার পদে যোগদান।
সুখরঞ্জন সমদ্দার মুক্ত চিন্তার মানুষ ছিলেন। অসাম্প্রদায়িক চিন্তার চেতনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খ্যাতি অর্জন করে ছিলেন। শিক্ষকতার পাশাপাশি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত চর্চা করতেন।
১৯৭১ এর ১৪ ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কুয়াটার থেকে পাকিস্তানি ফোর্সেস সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেন নি।
২। শহীদ মোঃ জাহাঙ্গীর প্রমুখ
বর্তমানেও কয়েকজন স্বনামধন্য ব্যক্তি রয়েছেন যারা দেশব্যপী তাদের সুকীর্তির জন্য খ্যাতি অর্জন করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS